আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

পলাশবাড়ীতে লকডাউন কার্যকর করতে ও ফসলি জমিতে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান

(গাইবান্ধা) পলাশবাড়ী প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে লকডাউন কার্যকর করতে ও ফসলি জমিতে বালু উত্তোলন বন্ধে ২৬ এপ্রিল রবিবার পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট মেরিনা আফরোজ পৃথক দুইটি অভিযান পরিচালনা করেন। গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের বরকাতপুর গ্রামের বাসিন্দা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় এলাকাটি লকডাউন করা হয়েছে। কিন্তু অনেকেই এই লকডাউনকে গুজব বলে রটিয়ে যাচ্ছে মর্মে এবং গ্রাম পুলিশের কার্যক্রমকে বাধাগ্রস্ত করা হচ্ছে খবরে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন এর নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেরিনা আফরোজ দ্রুত সেখানে উপস্থিত হয়ে এলাকাবাসীকে হ্যান্ডমাইকে পরামর্শ দিয়েছেন। এসময় পবনাপুর ইউপি চেয়ারম্যান শাহ আলম সরকার উপস্থিত ছিলেন।

এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট বরকাতপুর গ্রামটিতে বর্তমান পরিস্থিতি ভিন্ন খাতে প্রবাহিত করছে তাদেরকে খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশদেন। অপরদিকে ৫নং মহদিপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে দো-ফসলি জমি থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি)। এসময় অবৈধভাবে বালু উত্তোলনকারী কাউকে উপস্থিত পাওয়া যায়নি। তবে স্থানীয় লোকজনদের মাটি ও বালু ব্যবস্থাপনা আইন সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে ভবিষ্যতে এই কাজ যেন কেউ না করে সে বিষয়ে সতর্ক থাকতে বলেন। এ সময় বালু উত্তোলনের মেশিন এবং পাইপ ধ্বংস করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...