
ফুলছড়ি প্রতিনিধি : যুক্তরাষ্ট্র প্রবাসীদের সংগঠন গাইবান্ধা সোসাইটি অব ইউ.এস.এ ইনক এর উদ্যোগে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ১২৫টি পরিবারের মধ্যে পূর্নবাসন সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

আজ বুধবার উপজেলার কঞ্চিপাড়া একাডেমি বাজার এলাকায় নগদ সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, গাইবান্ধা সোসাইটি অব ইউ.এস.এ ইনক এর প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাকুর রহমান রিজভী, সাধারন সম্পাদক শাহজাহান সরকার, অবসরপ্রাপ্ত সেনাসদস্য তাজুল ইসলাম, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম জাভেদ, সমাজসেবক খাজা হাসান ঝুমু প্রমুখ।