আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

করোনা উপসর্গ নিয়ে নারায়নগঞ্জে মৃত ব্যক্তির গোবিন্দগঞ্জে দাফন সম্পন্ন

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জের একব্যক্তি নারায়নগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মৃতুবরণ করেছে। মৃতের আত্নীয়-স্বজনরা তাঁর লাশ গোবিন্দগঞ্জে নিয়ে এলে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টীম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত ব্যক্তি ও তাঁর সংস্পর্শে আসা অন্যান্যদের নমুনা সংগ্রহ করেছে।

জানাগেছে, গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া গ্রামের মৃত ছবেদ আলীর ছেলে আবু বক্কর (৫৫) নারায়নগঞ্জ ফতুল্যা এলাকার একটি স্টিল মিলে কাজ করতো। গত প্রায় ১৫দিন আগে সে জ¦র ও সর্দি কাঁশিতে আক্রান্ত হয় এবং গতকাল সোমবার সকালে সে ফতুল্যার ভাড়া বাড়ীতে মৃত্যুবরণ করে। এরপর মৃত আবু বক্করের পরিবারের লোকজন তাঁকে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলার খুকশিয়া গ্রামের বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম রুবেলের নেতৃত্বে একটি মেডিকেল টীম সেখানে পৌছে মৃতব্যক্তি এবং তাঁর সংস্পর্শে আসা লোকজনের নমুনা সংগ্রহ করে। পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টীমের উপস্থিতিতে সন্ধ্যা ৬টার দিকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে নামাজের জানাজা ও দাফন সম্পন্ন করা হয়। প্রশাসনের পক্ষ থেকে মৃত ব্যক্তির পরিবারের লোকজন ও আত্নীয় স্বজনদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...