আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

প্রশাসনের হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্তি পেল ২টি পরিবার

হিলি প্রতিনিধি:দিনাজপুর জেলার হাকিমপুর (হিলি) উপজেলার আলীহাট ইউনিয়নের মুসিদপুর গ্রামে দু’দিন ধরে একটি বাড়ির দু’টি পরিবারের প্রবেশ পথ বন্ধ করে অবরুদ্ধ করে রাখেন গ্রামের এক প্রভাবশালী ব্যক্তি।

অবশেষে আজ (২ র্মাচ) শনিবার  উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বিকেলে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পায় পরিবার দু’টি।

গ্রামবাসীরা জানান, মুসিদপুর গ্রামের রুবেল নামের এক প্রভাবশালী ব্যক্তি মাহাবুবুর রহমান এবং আসলাম হোসেনের বাড়ির গেট বাঁশ দিয়ে বন্ধ করে রাখে। এতে করে তারা বাড়ি থেকে দু’দিন বের হতে পারেনি। অবশেষে অবরুদ্ধ থেকে মুক্তি পাওয়া পরিবারটি মুক্তির পর কান্নায় ভেঙ্গে পরেন।

এদিকে অবরুদ্ধ করে রাখা ব্যক্তি স্বীকার করেন যে বাড়ির গেট বন্ধ করে রাখা তাদের ঠিক হয়নি। তবে তাদের পারিবারিক বিরোধ মিটানোর জন্য তারা এমন কাজ করেছিলো।

 

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম জানান, আমরা কাছে সংবাদ আসে যে হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নে মুসিদপুর গ্রামে একটি বাড়িকে প্রভাবশালীরা প্রবেশের পথ বন্ধ করে রেখেছে। আমি পুলিশসহ ঘটনাস্থলে এসে জানতে পারি যে তাদের জায়গা নিয়ে দীর্ঘ দিন বিরোধ চলছিলো। পরে পরিবারটিকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করি এবং স্থানীয় ইউপি মেম্বারকে দায়িত্ব দিয়েছি বিষয়টি মিমাংসা করে দেওয়ার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...