আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

কর্মহীন নিম্ন আয়ের পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি:পবিত্র মাহে রমজান ও করোনা ভাইরাস মোকাবেলায় আজ শনিবার গাইবান্ধা পৌরসভা এলাকাসহ সদর উপজেলার কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে নিজস্ব তহবিল থেকে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক মো: আবু বকর সিদ্দিক। দলীয় কার্যালয় চত্বর সহ বিভিন্ন পয়েন্টে ২ হাজার পরিবারের মাঝে চাল, ডাল, ছোলা, আলু, লবণ ও সোয়াবিন তেল বিতরণ করা হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আবু বক্কর সিদ্দিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার ব্যক্তিগত নিজস্ব অর্থায়নে কর্মহীন ও দুঃস্থ মানুষের জন্য এসব খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। সামাজিক দুরুত্ব বজায় রেখে দলীয় কার্য্যালয় চত্বরসহ কয়েকটি এলাকায় এই ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল আলম ছাকা, উপ-দপ্তর সম্পাদক মো: মাসুদ রানা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: আব্দুল লতিফ প্রধান সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
অপরদিকে শহরের শাপলাপাড়া জামে মসজিদের উদ্যোগে ৪৮০ পরিবারের মধ্যে শনিবার সকালে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, সোয়াবিন তেল, মসুর ডাল ও ছোলা। এসময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সেক্রেটারী অ্যাডভোকেট আবু আলা মো. সিদ্দিকুল ইসলাম রিপু, উপদেষ্টা অ্যাডভোকেট আহসানুল করিম লাছু, কোষাধ্যক্ষ আসাদুল ইসলাম আসাদ, সদস্য আব্দুল মান্নান, মাহমুদুন্নবী মিঠু, শাহরিয়ার শাওন, আব্দুল মমিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...