আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

গাইবান্ধায় আরও ৪ নতুনসহ করোনায় ২৩ জন সংক্রমিত ৫ দিন ধরে জেলা হাসপাতাল লকডাউন

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধায় এক চিকিৎসক ও এক পুলিশ কর্মকর্তাসহ আরও চারজনের করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনাভাইরাসে অক্রান্ত রোগী সংখ্যা হল ২৩ জন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আরোগ্য লাভ করে বাড়ি ফিরেছেন ৮ জন। জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এই তথ্য নিশ্চত করা হয়েছে। তবে রোগতত্ব, রোগ নিয়ন্ত্রন ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে প্রকাশিত তথ্যে জানা গেছে আক্রান্তের সংখ্যা ২৪ জন।
নতুন আক্রান্তদের মধ্যে চিকিৎসক গাইবান্ধা জেলা হাসপাতালের মেডিক্যাল অফিসার হিসাবে কর্মরত ও পুলিশ কর্মকর্তা গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসাবে কর্মরত আছেন। এ ছাড়া জেলা হাসপাতালের একজন ল্যাব টেকনিশিয়ার ও গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসকের ৭ বছরের শিশু পুত্র

অপরদিকে ২০০ শয্যাবিশিষ্ট গাইবান্ধা জেলা হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধী এক ব্যক্তির মৃত্যু এবং একজন ল্যাব টেকনোলজিষ্ট করোনা আক্রান্ত হওয়ায় জরুরী বিভাগ ছাড়া অধিকাংশ ইউনিট হওয়ায় অচলাবস্থা বিরাজ করছে হাসপাতালটিতে। হাসপাতালের প্যাথলজি বিভাগের চারজনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এছাড়া গত বুধবার থেকে বহির্বিভাগ ব্লক ও প্যাথলজি বিভাগ লকডাউন ঘোষণা করে তালাবব্ধ করে দেয় কর্তৃপক্ষ।

জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. মাহফুজার রহমান জানান, তথ্য গোপন করে শুক্রবার পুরুষ ওয়ার্ডে ভর্তি হয় নারায়নগঞ্জ ফেরত গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের জাহাঙ্গীর আলম(৪৫)। ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি আরও বলেন, মৃত ব্যক্তির সংস্পর্শে আসা ডাক্তার, নার্স, পরিচ্ছন্নতাকর্মীসহ সবাইকে হোম কোয়ারেন্টাইনে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে এবং মৃত ব্যক্তির নমুনার ফলাফলের উপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...