আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

ত্রাণের দাবীতে অসহায় কর্মহীন ও প্রতিবন্ধীদের অবস্থান কর্মসুচি পালন

গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের মুল ফটকে আজ রোববার আধা ঘন্টাব্যাপী অবস্থান কর্মসুচি পালন করে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের অসহায় কর্মহীন ও প্রতিবন্ধীরা। পরে উপজেলা নিবার্হী অফিসার কাজী লুতফুল হাসানের দেয়া প্রতিশ্র“তির ভিত্তিতে অবস্থান কর্মসুচি স্থগিত করে বাড়িতে চলে যায় ত্রাণ বঞ্চিত অসহায় কর্মহীন ও প্রতিবন্ধীরা। ধর্মপুর গ্রামের ত্রাণ বঞ্চিত অসহায় কর্মহীন ও প্রতিবন্ধী শরিফা বেগম ও মোসলেমা খাতুন জানান, দীর্ঘ ২ মাসেও ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম তাদেরকে ত্রাণ দেননি।

তারা বলেন, কয়েক দফা ত্রাণের জন্য চেয়ারম্যানের বাড়িতে যোগাযোগ করা হয়েছিল। ত্রাণ না পেয়ে তারা উপজেলায় অবস্থান কর্মসুচি পালন করে। উপজেলায় এ পর্যন্ত ২০০ মেট্রিকটন চাল ১০ লাখ ৭৫ হাজার টাকা ও শিশু খাদ্যের জন্য ১ লাখ ৯২ হাজার টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, ত্রাণের পরিমান অত্যন্ত কম। সে কারণে সকলকে দেয়া সম্ভব হচ্ছে না। উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসান জানান, ত্রাণ বঞ্চিত অসহায় কর্মহীন ও প্রতিবন্ধীদের নামের তালিকা নেয়া হয়েছে। তাদের বাড়িতে ত্রাণ পৌচ্ছে দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...