
মৌলভীবাজার প্রতিনিধিঃ- মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সুনছড়া বাগানে চৈতু কর্মকার (৫০) নামে মারা যাওয়া চা শ্রমিকের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (২মে) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের পরীক্ষায় তার করোনা পজিটিভ সনাক্ত হয়।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডাঃ তওহীদ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চৈতু কর্মকার গত ২৭ এপ্রিল সন্ধ্যায় জ্বর ও কাশি নিয়ে হঠাৎ মারা যান। পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়েছে। তার বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক। এনিয়ে মৌলভীবাজারে মারা যাওয়ার পর ২জনের করোনা ভাইরাস পজিটিভ সনাক্ত হলো। এর আগে রাজনগর উপজেলা আকুয়া গ্রামের মুদিদোকানী সাঞ্চু মিয়া করোনা উপসর্গ নিয়ে ৪ এপ্রিল মারা যান।