আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

আদমদীঘিতে স্বামীর সংস্পর্শে এসে করোনায় আক্রান্ত হলেন স্ত্রী

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বাসিন্দা নারায়ণগঞ্জ ফেরত সিএনজিচালক করোনা শনাক্তের পর তার সংস্পর্শে আসা স্ত্রীও আক্রান্ত হয়েছেন।  গত সোমবার রাতে তাঁর করোনা শনাক্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল্লাহ দেওয়ান।

জানা গেছে, আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের সাহেব পাড়া মহল্লায় বাসিন্দা গত ১৫ এপ্রিল নারায়ণগঞ্জ ফেরত সিএনজিচালক বাড়িতে ফিরে আসেন। ওইদিন রাত থেকেই তাকে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। তার জ্বর ও কাশি থাকায় ১৮ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পাঠানোর পর ২১ এপ্রিল ফলাফল আসে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ওইদিন দুপুরে বাড়ি থেকে তাকে বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিটে নেয়ার সময় দেখভালের জন্য তাঁর স্ত্রীকে সাথে পাঠানো হয়। পরে ৩০ এপ্রিল তার স্ত্রীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বগুড়া শজিমেক হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। এরপর সোমবার রাত ১০ টায় জানা গেছে তাঁর স্ত্রীরও করোনা পজেটিভ এসেছে। এ ব্যাপারে ডা. শহীদুল্লাহ আরোও জানান, ওই সিএনজি চালকের দ্বিতীয় বার ফলাফলেও পজেটিভ এসেছে। ধারণা করা হচ্ছে স্বামীর সংস্পর্শে এসেই তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...