আজ ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৭শে মার্চ, ২০২৩ ইং

অক্ষয় ও কারিনা কাপুরের পারিশ্রমিক নিয়ে বৈষম্য

গণ উত্তরণ ডেস্ক : বলিউডে পারিশ্রমিক নিয়ে বৈষম্য নতুন বিষয় নয়। অভিনেতারা সব সময় অভিনেত্রীদের চেয়ে বেশি পারিশ্রমিক পেয়ে আসছেন। এ নিয়ে কথাও তুলেছেন অভিনয়শিল্পীরা। এবার একই বিষয়ে আওয়াজ তুললেন কারিনা কাপুর।

পারিশ্রমিক–বৈষম্য নিয়ে সবার আগে আওয়াজ তুলেছিলেন সোনম কাপুর। সোনম সমতায় বিশ্বাসী। এর পরপরই অনেক অভিনেত্রী বিষয়টি নিয়ে বলিউডে আওয়াজ তুলেছিলেন। বলিউড নায়িকা কারিনা কাপুর খানও পারিশ্রমিক নিয়ে আওয়াজ তুললেন প্রযোজকের কাছে। ‘মামি ফিল্ম ফেস্টিভ্যাল’–এ এক আলোচনা সভায় উঠে এসেছে বলিউডের পারিশ্রমিক–বৈষম্যের কথা। কারিনা দাবি করেন, ইন্ডাস্ট্রিতে সব অভিনয়শিল্পীর সমান পারিশ্রমিক পাওয়া উচিত। অভিনেতা ও অভিনেত্রীর মধ্যে কোনো ধরনের পারিশ্রমিক–বৈষম্য চলবে না। সেই আলোচনা সভায় বলিউডের নবাবপত্নীকে প্রশ্ন করা হয়, তিনি কখনো পারিশ্রমিক কম পাওয়ার জন্য কোনো ছবি ছেড়েছেন কি না। জবাবে তিনি বলেন, ‘ছবি ছাড়ার অন্য কোনো কারণ ছিল। তবে এটা কখনোই কারণ ছিল না। আমার পুরুষ সহ–অভিনেতা যে পারিশ্রমিক পাচ্ছেন, আমার ক্ষেত্রেও তেমনটি চাই।’

এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বলিউডের নামকরা নির্মাতা ও প্রযোজক করণ জোহর। তিনি কারিনাকে বলেন, ‘অক্ষয়ের সমান পারিশ্রমিক যদি তোমাকেও দেওয়া হয়?’ জবাবে কারিনা মজার ছলে করণকে হুমকি দেন, ‘প্লিজ, অক্ষয়কে যে পারিশ্রমিক দিয়েছ, আমাকেও তা–ই দাও। তা না হলে আমি “মামি” ছেড়ে চলে যাব।’ এ প্রসঙ্গে করণ বলেন, এই ইন্ডাস্ট্রিতে কিছু অভিনেত্রী আছেন, যাঁরা অভিনেতাদের চেয়েও বেশি পারিশ্রমিক পাওয়ার যোগ্য।

রণ জোহরের গুড নিউজ ছবিতে কারিনা ও অক্ষয়ের জুটি দেখা যাবে। এ ছাড়া এই ছবিতে দিলজিৎ দোসাঞ্জ এবং কিয়ারা আদভানি অভিনয় করেছেন।

গণ উত্তরণ/এসএএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...