
রংপুর প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জ উপজেলায় বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষনের ঘটনায় থানায় মামলা হলেও তিন মাসেও ধর্ষক গ্রেফতার না হওয়ায় হতাশায় পড়েছে ওই ধর্ষিতার পরিবার। ঘটনার শিকার প্রতিবন্ধী ওই নারী (৩০)এর অভিভাবকের অভিযোগে জানাগেছে, উপজেলার সয়ায় ইউনিয়নের বাকপ্রতিবন্ধী ওই নারী ডারারপাড় গ্রামের দেলোয়ার ( অার্মি) (৫০) এর বাড়িতে গৃহকর্মীর কাজ করতে থাকাকালীর দেলোয়ার নিজ বাড়িতে তাকে একাধিকবার ধর্ষন করে। পরে মেয়েটি গভর্বতী হয়ে পড়লে তার পরিবারের লোকজন বিষয়টি জানতে পারে। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে তারাগঞ্জ থানায় গত ৫ জুলাই২০১৮ইং তারিখে ২০০০সালের নারী ও শিশু নির্যাতন দমন অাইন (সংশোধনী/৩)এর ৯(১)ধারায় দোলোয়ার হোসেনকে অাসামীকরে একটি মামলা দায়ের করেন। মামলা করার প্রায় তিন মাস অতিবাহিত হলেও তারাগঞ্জ থানা পুলিশ অাসামী গ্রেফতার করতে পারেনি।
এ ব্যাপারে মুঠোফোনে তারাগঞ্জ থানার অফিসাস ইন চার্জ জিন্নাত অালীর সাথে কথা বললে তিনি জানান অভিযুক্ত দেলোয়ারকে পলাতক থাকায় তাকে গ্রেফতার সম্ভভ হচ্ছে না। তবে তাকে গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে।