আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

রংপুরে পুলিশ কর্মকর্তা-চিকৎসক সহ নতুন করে ৭ জন করোনা শনাক্ত

রংপুর প্রতিনিধি: রংপুরে পুলিশ কর্মকর্তা, দুই চিকিৎসক ও নার্সসহ নতুন করে ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজে ৯৪ জনের নমুনা পরীক্ষায় ৭ জন করোনায় শনাক্ত করা হয়।

জেলা সিভিল সার্জন হিরু কুমার রায় জানিয়েছেন, আক্রান্তরা হলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের এক নারী চিকিৎসক (২৮), বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স (২৬), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের এক নারী চিকিৎসক (৬০), মাহিগঞ্জ রেঞ্জ রিজার্ভ ফোর্সের সহকারী পুলিশ সুপার, নগরির আরকে রোডস্থ স্বপ্নচুড়া এলাকার বাসিন্দা এক গাড়ি চালক (৩০), এক গৃহপরিচারিকা (১১) ও নগরির রাধাবল্লভ এলাকার এক পুরুষ (৫৮)। এনিয়ে রংপুর জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯০ জনে।

এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আমিন আহমেদ খান জানিয়েছেন, বিভাগে আট জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ২শ’ ২২ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৩ জন আর মারা গেছেন ৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...