আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ডিএসই পরিচালক ইমন ও রাষ্ট্রচিন্তার দিদারুল কারাগারে

 নিজস্ব প্রতিবেদকঃ  সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাষ্ট্রবিরোধী প্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসই পরিচালক মিনহাজ মান্নান ইমন ও রাষ্ট্রচিন্তার দিদারুল ইসলামের রিমান্ড আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ (বৃহস্পতিবার) দুপুরে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী এ আদেশ দেন। এর আগে তাদের দু’জনকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেককে ৭ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। এসম আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ড আবেদন না মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন আদালত। এর আগে বুধবার রাজধানী বাড্ডা ও বনানী এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব। একই মামলায় কার্টুনিস্ট কিশোর ও লেখক মুশতাক কারাগারে রয়েছেন। গত মঙ্গলবার রাজধানীর কাকরাইল ও লালমাটিয়ার বাসা থেকে তাদের আটক করে র‌্যাব। ফেসবুকে রাষ্ট্রবিরোধী প্রচারের অভিযোগে রমনা থানায় ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে র‌্যাব। মামলার বাকি সাত আসামি হলেন- প্রবাসী সাংবাদিক তাসনিম খলিল ও সাহেদ আলম, সায়ের জুলকারনাইন, আশিক ইমরান, ফিলিপ শুমাখার, স্বপন ওয়াহিদ, ব্লগার আসিফ মহিউদ্দীন। মামলায় আসামিদের বিরুদ্ধে ফেইসবুক ব্যবহার করে জাতির জনক, মুক্তিযুদ্ধ, করোনাভাইরাস মহামারী সম্পর্কে গুজব, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিপ্রায়ে অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানো, অস্থিরতা-বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...