আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

গাইবান্ধায় করোনা ভাইরাস সংক্রান্ত নানা উপসর্গে নতুন করে ৪৬ জনসহ মোট ৭১২ জন হোম কোয়ারেন্টাইনে

গাইবান্ধা প্রতিনিধি ॥ গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় বৃহস্পতিবার করোনা ভাইরাসে নতুন করে কেউ আক্রান্ত হয়নি। তবে করোনা ভাইরাস সংক্রান্ত নানা উপসর্গে সন্দেহজনকভাবে নতুন করে ৪৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭১২ জন। এদিকে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা এখনও ২৪ জন রয়েছে। এরমধ্যে একজন মারা গেছে। বাকিরা একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১১ জন গাইবান্ধা সদর হাসপাতালের আইসোলেসনসহ বিভিন্ন আইসোলেসনে রয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত ১১ জন রোগী সুস্থ হওয়ায় তাদেরকে এবং ১৪ দিন হোম কোয়ারেন্টাইন শেষে ৪৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
প্রসঙ্গত উল্লে¬¬খ্য যে, জেলায় গত ২৪ ঘন্টায় ৭১২ জন চিকিৎসাধীন রোগী হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এরমধ্যে সুন্দরগঞ্জে ২৮, গোব্দিন্দগঞ্জে ১০১, সদরে ১০৩, ফুলছড়িতে ১৫২, সাঘাটায় ২০৯, পলাশবাড়িতে ২৬, সাদুল্যাপুর উপজেলায় ৯৩ জন। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১ জন রয়েছে বলে সিভিল সার্জন সুত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...