আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

মিথ্যে তথ্য প্রচারের প্রতিবাদে গাইবান্ধা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান স্মৃতির সংবাদ সম্মেলন

গাইবান্ধা প্রতিনিধি: মিথ্যে তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন গাইবান্ধা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান স্মৃতি।  সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা সুলতানা স্মৃতি এক অভিযোগে জানান, স্বামীর পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কতিপয় ব্যক্তি তাকে হেয় প্রতিপন্ন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের মানহানিকর মন্তব্য করছেন। এসব মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে আজ ৭ মে বৃহস্পতিবার গাইবান্ধা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেন।

এসময় তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, এ ঘটনার সাথে আমি প্রতক্ষ ও পরোক্ষ কোনভাবেই জড়িত নই। গত ৪ মে সরকারের নির্দেশ মোতাবেক করোনা পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন অঞ্চলের হত-দরিদ্র মানুষের ত্রাণ বিতরণ কাজে ব্যস্ত ছিলাম। এদিন দুপুর ২ টার দিকে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আমার স্বামী আল-আমিনের সাথে তার সম্পর্কে চাচাতো ভাই রাজু, বাবু এবং সাজু’র কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধলে আমার স্বামীসহ প্রতিপক্ষের সাজু গুরুতর আহত হয়।

এ মতাবস্থায় আমি জনগণের একজন প্রতিনিধি হয়ে গণমাধ্যমের মাধ্যমে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই। তিনি আরও বলেন, আমার স্বামী যদি আইন অমান্য করে কোন অপরাধ করে থাকলে প্রশাসন তার বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নিতে পারে। কিন্ত আমাকে জড়িয়ে যে মিথ্যে অপবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে, আমি এর বিচার দাবি করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...