
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার পুরাতন বাদিয়াখালী বাজারে হিন্দু সম্প্রদায়ের উপাসনাস্থান মন্দিরটি প্রায় এক বছর ধরে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।
এই বাজারে প্রায় এক দেড় শতক জায়গা জুড়ে এক সময় পুজা অর্চনা হতো এখানে। কিন্তু বছর খানেক পুর্বে ঝড়ে মন্দিরটির স্থাপনা ভেঙ্গে গেলে সেটি আর পুন: মেরামত কাজ হয়নি। তাই বাজারের ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে মন্দিরের এই জায়গাটি।
যে মুহুর্তে মহান সৃষ্টিকর্তা করোনা মহামারী ভাইরাস দিয়ে আমাদেরকে আরো মানবিক হবার, আরো ধার্মিক হবার ইশারা-ইঙ্গিত দিচ্ছেন, ঠিক সেই মুহুর্তে বাদিয়াখালী বাজারের এই মন্দিরের স্থানকে ময়লার ভাগাড় বানানোটা কতটা যৌক্তিক-মাণবিক?
এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা জেলা পুজা পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক দীপক কুমার পাল বলেন, আমি জানি ঐ মন্দিরে বছরে দুই বার পুজা অর্চনা হয়। ঐ জায়গাটি দেখাশোনার দায়িত্ব বাজারের ইজারাদার এবং মন্দির কমিটির। কিন্তু তারা শুধু টোল আদায় নিয়েই ব্যস্ত। বাজারের ড্রেনেজ ব্যবস্থা কিংবা ময়লা পয় পরিস্কারের ব্যাপারে ইজারাদার সঠিক দায়িত্ব পালন করছেন বলেও মনে হয়না।
এ ব্যাপারে সদর উপজেলা পুজা পরিষদের সভাপতি সুজন প্রসাদ বলেন, মন্দিরের জায়গায় ময়লার ভাগাড়, এ বিষয়টি খুবই দুঃখজনক। আমরা দ্রুত বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছি।