আজ ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৪শে মার্চ, ২০২৩ ইং

সুন্দরগঞ্জের সাংবাদিক রাশেদুল আর নেই

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি রাশেদুল আলম চাঁদ (৬০) আর নেই।

গতকাল শনিবার রাত ৮ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

জানা গেছে, রাশেদুল আলম চাঁদ শুক্রবার স্ট্রোক করলে তাকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে শারিরীক অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরামর্শ অনুযায়ী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তাকে আইসিইউতে রাখা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দু’কন্যাসহ আত্নীয় স্বজন,বন্ধু বান্ধব রেখে গেছেন।

তার মৃত্যুতে সুন্দরগঞ্জের স্থানীয় সাংবাদিক ও সুধীসমাজ গভীর শোক প্রকাশের পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

রোববার উপজেলার ছাপরহাটি ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামে মরহুমের গ্রামের বাড়িতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...