আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

পুলিশি তৎপরতায় খুলছে মার্কেট, সামাজিক দুরত্ব বজায় রেখে চলছে কেনাকাটা

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলায় করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় শুরু থেকে আজ পর্যন্ত বাংলাদেশ পুলিশের আইকন ও গাইবান্ধা জেলার পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলামের নির্দেশে জেলার ৭টি থানার পুলিশ  সদস্যরা  রাত-দিন নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছে। এতে করে গাইবান্ধা জেলার আইন শৃংখলার ব্যাপক উন্নতি হয়েছে।

করোনা ভাইরাস মোকাবিলায় সরকারি আদেশ মোতাবেক জেলাকে লকডাউন ঘোষণা করায় জেলার মানুষ কর্মহীন হয়ে পরায় জেলার সুযোগ্য পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলাম বিভিন্ন সময় অসহায় হত-দরিদ্র পরিবারের মাঝে ত্রান সহায়তা প্রদান করে যাচ্ছেন।

সরকারি সিদ্ধান্ত মোতাবেক গাইবান্ধা জেলা পুলিশের তৎপরতায় জেলার মার্কেট গুলো সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলার সিদ্ধান্ত নিয়েছে গাইবান্ধা জেলার সুযোগ্য পুলিশ সুপার।

এতে সামাজিক দুরত্ব বজায় রেখে কেনাকাটা করতে পারবে ক্রেতারা।

করোনা ভাইরাস সুরক্ষায় জনসমাগম এড়াতে এই পদক্ষেপ নিয়েছেন পুলিশ সুপার।
মার্কেট খোলা অবস্থায় পুলিশি টহল থাকবে, জনসচেতনতায় মাইকিং ও লিফলেট বিতরণ করবেন জেলার পুলিশ সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...