
গাজীপুর প্রতিনিধি : গাজীপুর জেলার কাপাসিয়া ত্রিমোহনি-সনমানিয়া সড়কের কবিরের বাজার এলাকায় সিমেন্ট বোঝাই একটি ট্রাক উল্টে দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। নিতরা সকলেই ট্রাকের শ্রমিক। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, কাপাসিয়া উপজেলার ত্রিমোহনী সড়কে সকাল দশটার দিকে একটি সিমেন্টবাহী ট্রাক রাস্তা থেকে নিচে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাকের দুই শ্রমিক নিহত হয় এবং ১ জন আহত হয়। আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে।