বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা তিনশ ছাড়ালো

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স এবং শিশু ও কিশোরীসহ একদিনে নতুন করে আরও ১৩ জন শরিরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত করা হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩০৭ জনে দাঁড়াল। আর এখন পর্যন্ত এ উপজেলায় করোনায় মোট মৃত্যু হয়েছে আটজনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৫ জন রোগী। রোববার (১০ মে) রাত সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর মোবারক হোসাইন নিউজ নাউকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আক্রান্তরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। তাদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ বছর বয়সী একজন সিনিয়র নার্স এবং ৪ বছর বয়সী এক শিশু ও এক কিশোর রয়েছেন। বাকি দশজনের বয়স ২২ থেকে ৬৫ বছরের মধ্যে। স্বাস্থ্য কর্মকর্তা আরো বলেন, নতুন করে করোনায় আক্রান্ত হওয়া ১৩ রোগী চিকিৎসার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। একই সাথে ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। উপজেলায় প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলেও জানান তিনি।

জনপ্রিয়

ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

কেরানীগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা তিনশ ছাড়ালো

প্রকাশের সময়: ০২:৫৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স এবং শিশু ও কিশোরীসহ একদিনে নতুন করে আরও ১৩ জন শরিরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত করা হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩০৭ জনে দাঁড়াল। আর এখন পর্যন্ত এ উপজেলায় করোনায় মোট মৃত্যু হয়েছে আটজনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৫ জন রোগী। রোববার (১০ মে) রাত সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর মোবারক হোসাইন নিউজ নাউকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আক্রান্তরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। তাদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ বছর বয়সী একজন সিনিয়র নার্স এবং ৪ বছর বয়সী এক শিশু ও এক কিশোর রয়েছেন। বাকি দশজনের বয়স ২২ থেকে ৬৫ বছরের মধ্যে। স্বাস্থ্য কর্মকর্তা আরো বলেন, নতুন করে করোনায় আক্রান্ত হওয়া ১৩ রোগী চিকিৎসার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। একই সাথে ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। উপজেলায় প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলেও জানান তিনি।