
গাইবান্ধা প্রতিনিধিঃগাইবান্ধার রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় নতুন করে নির্মাণ করা ঘর উচ্ছেদের পায়তারার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাঁওতাল ও বাঙ্গালীরা।
আজ দুপুরে সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভুমি উদ্ধার সংগ্রাম কমিটি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। বিক্ষোভকারীরা গোবিন্দগঞ্জ-দিনাজপুর ভায়া ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে এই মিছিল ও বিক্ষোভ করে। এ সময় কাটামোড়ের এক সমাবেশে বক্তারা বলেন সাঁওতাল-বাঙ্গালীরা তাদের বাপ-দাদার জমিতে ঘর নির্মাণ করেছে। প্রশাসন সেই ঘর ভাঙ্গতে এলে আমরা তা প্রতিরোধ করব।
উল্লেখ্য, ২০১৬ সালের ৬ নভেম্বর পুলিশ সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় সাঁওতাল ও বাঙ্গালীদের নির্মাণ করা ঘর উচ্ছেদ করে। আবারো গত এক সপ্তাহ যাবত তারা নতুন করে প্রায় শতাধিক ঘর নির্মাণ করেছে। প্রশাসন এই সরিয়ে নেয়ার আহ্বান জানালে তারা এই বিক্ষোভ করে এবং আন্দোলনের হুমকী দেয়।