আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

ফুলছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান

ফুলছড়ি প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ৩ ‘শ দরিদ্র আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. ইফতেখারুল আলম, সহকারী কমান্ড্যান্ট মো. তৌহিদুজ্জামান, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলী, ফুলছড়ি উপজেলা আনসার ও ভিডিপি অফিসার শহিদুল ইসলাম প্রমুখ।

সোমবার (১১ মে) সকালে গাইবান্ধা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ফুলছড়ি উপজেলার বুড়াইল স্কুল এন্ড কলেজ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়। প্রত্যেক সদস্যকে ত্রাণ সহায়তা হিসেবে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি পেঁয়াজ, ১ টি সাবান ও ১টি করে মাস্ক দেওয়া হয়।

জানা যায়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শরীফ কায়কোবাদের নির্দেশে বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের নিজস্ব অসচ্ছল সদস্যদের মাঝে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করার সিদ্ধান্ত নেন। এরই ধারাবাহিকতায় ফুলছড়ি উপজেলার ৩ ‘শ পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...