আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের লক্ষে উন্মুক্ত লটারি

ফুলছড়ি প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে কৃষকদের কাছ থেকে সরাসরি খাদ্যগুদামের জন্য বোরো ধান কেনার লক্ষ্যে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রথম দফায় উপজেলার গজারিয়া ইউনিয়নের কৃষকদের নিকট হতে ধান ক্রয়ের লক্ষে এ লটারি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রায়হান দোলন, অতিরিক্ত কৃষি অফিসার মো. খোরশেদ আলম, ফুলছড়ি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফ আহমেদ, খাদ্য পরিদর্শক মো. মনিরুজ্জামান প্রমুখ।

লটারির মাধ্যমে নির্বাচিত প্রত্যেক কৃষক এক মেট্রিকটন করে ধান বিক্রি করতে পারবেন। চলতি মওসুমে ফুলছড়ি উপজেলার ৭টি ইউনিয়নের ১৭ হাজার ৬০০ জন কৃষি কার্ডধারী কৃষকের মধ্যে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ২৬ টাকা দরে ১ হাজার ২৭ মেট্রিন টন ধান ক্রয় করবে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...