আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

অগোছালো বিএনপিকে ঐক্যবদ্ধ করতে কাজ করে যাচ্ছেন : শহিদুল ইসলাম বাবুল

ফরিদপুর প্রতিনিধিঃ দীর্ঘদিন যাবত দল ক্ষমতায় না থাকায় ও নগরকান্দা – সালথা উপজেলার প্রথম সারির নেতাদের নিস্ক্রিয়তায় দলীয় নেতৃত্বের সংকট দেখা দিয়েছে ফরিদপুর ২ ( নগরকান্দা- সালথা) নির্বাচনী এলাকায়। এমন অবস্থায় তৃণমূল নেতাকর্মীদের অনুরোধে নগরকান্দা – সালথায় সাংগঠনিক কাজ শুরু করছেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সফল ভারপ্রাপ্ত সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

তারই ধারাবাহিকতায় নগরকান্দা – সালথা উপজেলা বিএনপিকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করতে শহিদুল ইসলাম বাবুল ধারাবাহিকভাবে উপজেলা ও তৃণমূলের নেতাকর্মীদের সাথে আলোচনা সভা ও যোগাযোগ অব্যাহত রেখে কাজ করে যাচ্ছেন।

শহিদুল ইসলাম বাবুল বলেন, বর্তমান অবৈধ সরকারের প্রতিহিংসার কারনে বাংলাদেশ সরকারের সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, গনতন্ত্রের আপোষহীন নেত্রী, আমাদের প্রানপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলায় হয়রানির শিকার।

তিনি আরো বলেন, আমরা রাজনীতি করি দল, দেশ ও সাধারন জনগণের কল্যানের জন্য। আমরা ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য রাজনীতি করি না। যারা ব্যক্তি স্বার্থের জন্য লোক দেখানো রাজনীতি করে তারা বেশি দিন স্থায়ী হয় না।

এ ব্যাপারে তৃণমূলের একাধিক নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, অতীতে যারা নগরকান্দা – সালথা উপজেলা বিএনপির মূল নেতৃত্ব দিয়েছেন তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে বার বার।

কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষন করে তারা বলেন, সামনে ফরিদপুর জেলা ও নগরকান্দা – সালথা উপজেলা বিএনপির নতুন কমিটি হবে। সেই কমিটিতে দলের দুঃ সময়ে যারা সফলতার সাথে রাজপথে অবস্থান করেছে এবং দলীয় নেতাকর্মীদের সুখে- দুখে যারা সব সময় পাশে থাকবে তাদেরকে দিয়েই যেন বিএনপির নতুন কমিটি গঠন করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা অভিযোগ করে বলেন, ফরিদপুর ২ নির্বাচনী এলাকায় যিনি বিএনপির মূল নেতৃত্বে ছিলেন তিনি শতভাগ ব্যর্থ হয়েছেন। তৃণমূল কর্মীদের কোন খোঁজ খবর পর্যন্ত রাখেন নি। পক্ষান্তরে ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি নগরকান্দা – সালথা উপজেলার ঝিমিয়ে পড়া নেতাকর্মীদের উজ্জীবিত করতে যে মানুষটি সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছে সেই শহিদুল ইসলাম বাবুলকেই আগামীতে এই এলাকায় নেতৃত্বে দেখতে চায় তৃণমূল বিএনপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...