আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

সূর্য্যরে হাসি ক্লিনিক বন্ধের নোটিশ প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্বাস্থ্যকর্মীদের অবস্থান কর্মসুচী : স্মারকলিপি প্রদান

গাইবান্ধা প্রতিনিধি : করোনাকালীন দূর্যোগে স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠান সূর্য্যরে হাসি ক্লিনিক বন্ধের নোটিশ প্রত্যাহারের দাবিতে  আজ দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শতাধিক স্বাস্থ্যকর্মী এক অবস্থান কর্মসূচী পালন করে। অবস্থান কর্মসুচী শেষে স্বাস্থ্যকর্মীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উলেখ করা হয়, ক্লিনিকগুলো বন্ধ হলে প্রায় দেড়শ প্রতিষ্ঠানের হাজার হাজার স্বাস্থ্যকর্মী বেকার হওয়ার পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে মানুষ।

অবস্থান কর্মসূচী চালাকালে স্বাস্থ্যকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন এসএম শামিউল আলম, মেজবাহুল ইসলাম, পরিতোশ চন্দ্র বর্মণ, রীতা ইয়াছমীন, শাহানা বেগম প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন, গাইবান্ধার সাদুল্যাপুর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ির তিনটি ক্লিনিকসহ সারাদেশের ১৫৯টি ক্লিনিক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এতে স্বাস্থ্যকর্মীদের চরম বিপাকে ফেলার পাশাপাশি হাজার হাজার মানুষকে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করা হবে। তারা অবিলম্বে এসব প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...