
গাইবান্ধা প্রতিনিধি ॥ করোনা ভাইরাসের দুর্যোগে অসহায় দরিদ্র কর্মহীন গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন এলাকার ৫শ’ ২৫ পরিবারের মাঝে পাঁচদিনব্যাপী বৃহস্পতিবার ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচীর তৃতীয় দিনে ১শ’ ৫ জন পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণ করেন কর্মীরহাতের সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক আবু জাফর সাবু। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহকারি পরিচালক সামিউল ইসলাম পিপলু, নির্বাহী কমিটির সদস্য আলমগীর কবির বাদল, খেরাজ আলী সরকার, ব্যবস্থাপক মাহমুদুল হক রতন।
নাবিক-কর্মীরহাত হাসপাতাল চত্ত্বর থেকে তৃতীয় দিনে পৌরসভার ডেভিড কোম্পানী পাড়া, খাঁ পাড়া, কালীবাড়ি পাড়া, খানকাশরীফ ও সুখ নগর এলাকার কর্মহীন মানুষের মধ্যে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। গাইবান্ধার অন্যতম স্বেচ্ছাসেবী ও মানবসেবী সংগঠন কর্মীরহাতের উদ্যোগে ও ব্যবস্থাপনায়, ডু বেটার ফর দি চিলড্রেন (ডিবিসি) এর সহযোগীতায় এবং যুক্তরাষ্ট্রস্থ নর্থ আমেরিকান বাংলাদেশী ইসলামিক কমিউনিটি (নাবিক) এর অর্থায়নে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীগুলোর মধ্যে প্রতিটি প্যাকেটে রয়েছে চাল ১২ কেজি, মুশুর ডাল ২ কেজি, ছোলা ২ কেজি, সয়াবিন তেল ২ লিটার, চিনি ২ কেজি, আলু ২ কেজি, পেঁয়াজ ২ কেজি, মুড়ি ১ কেজি ও খেজুর ২৫০ গ্রাম বিতরণ করা হয়।