আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

কৃষকের ধান কেটে দিলো বিরামপুর ছাত্রলীগ

হিলি প্রতিনিধি:দিনাজপুরের বিরামপুরে উজ্জল নামে একজন করোনায় আক্রান্ত। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তার পুরো পরিবার লকডাউনে। কেউ বাইরে বের হতে পারছেন না। এদিকে মাঠের ধান পেকে গেছে। অন্যদিকে কালবৈশাখী ঝড়। এমন পরিস্থিতিতে ক্ষেতের পাকা ধান কাটতে না পেরে হতাশ হয়ে পড়েছিল উজ্জলের পরিবার। এমন অবস্থায় তার এক বিঘা জমির ধান স্বেচ্ছায় কেটে দিল উপজেলা ও পৌর ছাত্রলীগ।

আজ (১৪ মে) বৃহস্পতিবার সকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মাসুদ রানার নেতৃত্বে ২০ সদস্যের টিম উপজেলার বিনাইল ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে উজ্জলের ক্ষেতের ধান কেটে তার বাড়িতে পৌঁছে দেয়।

এ বিষয়ে আবদুর রাজ্জাক জানান, উজ্জলের সমস্যার কথা জানতে পেরে স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিকের নির্দেশে আমরা উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগ সেখানে যাই এবং তার এক বিঘা জমির পাকা ধান কেটে তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...