আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

ক্ষুদ্র ব্যবসায়ীদের ঈদ উপহার দিলো এফসিসিআই

ফরিদপুর প্রতিনিধি: কোভিড-১৯ এর কারণে বন্ধ থাকা ক্ষুদ্র দোকানী ও ভাসমান ব্যবসায়ীদের উজ্জিবীত করতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রীর প্যাকেজ বিতরণ করেছে ফরিদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (এফসিসিআই)।

শনিবার দুপুর হতে এফসিসিআই নেতৃবৃন্দ ফরিদপুর নিউমার্কেট, চকবাজার বণিক সমিতি ও কাপড় পট্টি সহ শহরের সকল বাজারের ব্যবসায়ীদের মাঝে এসব তুলে দেন। প্রতি প্যাকেটে পোলাওয়ের চাল, চিনি, তেল, ডাল, সেমাই, গুড়া দুধ ইত্যাদি পণ্য রয়েছে।

এফসিসিআই এর সভাপতি ছিদ্দিকুর রহমান বলেন, এই দুর্যোগের সময় গত প্রায় দুই মাস যাবত দর্জি, সেলুন, হোটেল সহ এই ধরণের ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানদারগণ তাদের প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। তাদেরকে উজ্জিবীত করতে আমরা এসব উপহার সামগ্রী তুলে দিয়েছি তাদের হাতে।

ফরিদপুর চকবাজার ব্যবসায়ী সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক দিলদয়াল আগরওয়াল এফসিসিআই এর এই উদ্যোগে সাধুবাদ জানিয়ে বলেন, দীর্ঘদিন বেকার হয়ে থাকা এসব দোকানদারেরা এই পরিস্থিতিতে ভিন্ন পেশায় চলে যাওয়ার চিন্তাভাবনা করছে। তাদের মাঝে এই উপহার সামগ্রী কিছুটা হলেও স্বস্তি দিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...