আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

ঘোড়াঘাটে আরও ৭ জন করোনায় আক্রান্ত

হিলি প্রতিনিধি:দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় নতুন করে আরও ৭জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে ঘোড়াঘাট উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়ালো। এ তথ্য নিশ্চিত করেছেন ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর নেওয়াজ আহমেদ।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর নেওয়াজ আহমেদ জানান, আজ শনিবার (১৬ মে) দুপুর ২টায় দিনাজপুর মেডিকেল থেকে তথ্য অনুযায়ী ঘোড়াঘাট উপজেলায় নতুন করে ৭জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের নাম্বার দিয়েছি তাদের শরীরিক সমস্যা দেখা দিলে আমাদের কাছে ফোন করবে। করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার দেওয়ার জন্য আমরা হাসপাতালের ডাক্তাররা সব সময় প্রস্তুত রয়েছি।

করোনায় আক্রান্ত ব্যক্তিরা হলেন, উপজেলার ১নং বুলাকীপুর ইউপি’র হরিপাড়া আর্দশগ্রামের নওশাদ এর পুত্র রিপন বাবু (২৬), ও মৃত আলমের পুত্র শাহিনুর (২৭), ১নং বুলাকীপুর ইউপি’র রঘুনাথপুর গ্রামের মৃত শেরার আলীর স্ত্রী সালেহা (৫০), ২নং ইউপি’র পশ্চিম পালশার আফজালের পুত্র মুশফিক (১৮), রফিকুল ইসলামের পুত্র রিপন (২৪), আবু হানিফের কন্যা মরিয়ম (১৯) এবং ২নং পালশা ইউপি’র চৌড়িয়া গ্রামের আলতাফ এর পুত্র সুমন (৩৪)।

এদিকে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডাক্তার সহ আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে খাদ্যসামগ্রী পৌছিয়ে দিয়েছি। ইতিমধ্যে আক্রান্তদের বাড়িসহ মোট ১৬টি বাড়ি লকডাউন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগীতা করা হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...