আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

নিজ এলাকায় বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার

ফুলছড়ি  প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলা খাদ্য গুদামে চলতি বোরো মৌসুমে অভ্যন্তরিন উৎস হতে সরকারিভাবে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। রোববার (১৭মে) দুপুরে ফুলছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উপজেলার অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকারএডভোকেট ফজলে রাব্বী মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলাম, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলাউদ্দিন বসুনিয়া, উপজেলা কৃষি অফিসার ফাতেমা কাওছার মিশু, ফুলছড়ি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফ আহমেদ, উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি আতাউর রহমান বাদল, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ভূট্ট প্রমুখ।

ফুলছড়ি উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে উপজেলার ৭টি ইউনিয়নের ১৭ হাজার ৬০০ জন কৃষি কার্ডধারী কৃষকের মধ্যে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে প্রতিকেজি ২৬ টাকা দরে এক হাজার ২৭ মেট্রিন টন ধান ক্রয় করবে সরকার। লটারির মাধ্যমে নির্বাচিত প্রত্যেক কৃষক এক মেট্রিক টন করে ধান বিক্রি করতে পারবেন। এছাড়া ২০২০ সালে বোরো মৌসুমে ফুলছড়ি উপজেলায় এক হাজার ১০১ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে সিদ্ধ চাল এক হাজার ২৯ মেট্রিক টন ও আতপ চাল ৭২ মেট্রিক টন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...