আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

স্বজনদের কান্নার আহাজারিতে ভারী হয়ে উঠেছে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা এলাকা

পলাশবাড়ি প্রতিনিধি: পলাশবাড়ীতে দূর্ঘটনায় নিহতদের মরদেহ শনাক্ত করতে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় ছুটে এসেছেন স্বজনরা।স্বজনদের কান্নার আহাজারিতে ভারী হয়ে উঠেছে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা এলাকা।

এদিকে জানা গেছে গাইবান্ধা জেলা প্রশাসক মহোদয় দূর্ঘটনা স্থল পরিদর্শন করে মরদেহ সদকাদের জন্য প্রতিজনে ১০ হাজার করে টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

-গাইবান্ধার পলাশবাড়ীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৩ জন নিহত হয়েছেন।আজ বৃহস্পতিবার (২১মে) পলাশবাড়ী উপজেলার সকালে রংপুর- ঢাকা মহাসড়কের দুবলাগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রডবোঝাই একটি ট্রাকে করে ১৩ যাত্রী ঢাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে পলাশবাড়ি দুবলাগাড়ী এলাকায় পৌছিলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এসময় রডের নীচে চাপা পড়ে ১৩ যাত্রী নিহত হন।

পরে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও গোবিন্দগঞ্জের ফায়ার সার্ভিসের কর্মীরা লাশগুলো উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে আসে। খবর পেয়ে মৃত্যু ব্যাক্তিদের স্বজনরা ছুটে এসেছেন এখন মরদেহের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...