
হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইমাম-মোয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
আজ (২৩ মে) শনিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ১৮২টি মসজিদের ইমাম-মোয়াজ্জিনদের ৫ হাজার টাকা করে তুলে দেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
এ সময় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন-উর রশিদ হারুন, ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহীন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, খট্রামাধবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছার রহমান প্রমুখ।
২৩.০৫.২০২০