
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য, ২০১৬-১৭ অর্থ বছরের গাইবান্ধা জেলার সেরা করদাতা ও ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ এর ছোট ভাই বিশিষ্ট ঠিকাদার জিএম সোহেল পারভেজ এর ব্যক্তিগত তহবিল থেকে গরীব অসহায় ও কর্মহীন ৫০০পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপহার সামগ্রীর মধ্যে ছিল পাঁচ কেজি চাল, দুই প্যাকেট সেমাই, এক কেজি চিনি ও একটি গোসল করা সাবান। আজ শনিবার (২৩ মে ) তার নিজ বাড়ি হোসেনপুর থেকে এসব ঈদ উপহার সামগ্রী তিনি বিতরণ করেন।