আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

পটুয়াখালীর ২৭ গ্রামে ঈদ উদযাপিত

পটুয়াখালী প্রতিনিধিঃ চাঁদ দেখা না যাওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আগামীকাল সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে। গতকাল শনিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।

তবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে পটুয়াখালীর বিভিন্ন উপজেলার ২৭টি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। তারই পরিপেক্ষিতে পটুয়াখালী জেলার অন্তত ২৭টি গ্রামের প্রায় ৫ হাজার পরিবারের ২৫ থেকে ৩০ হাজার মানুষ আজ ঈদ উদযাপন করছেন।
রোববার (২৪ মে) সকাল ৯টায় সদর উপজেলার বদরপুর দরবার শরিফ জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজে ইমামতি করেন বদরপুর জামে মসজিদের ইমাম আবদুল গনি।

প্রতি বছরের ন্যায় এবছরও পটুয়াখালী সদর উপজেলার বদরপুর, নিশানবাড়িয়া, দুমকি উপজেলার একটি গ্রাম, বাউফল উপজেলার মদনপুরা, বগা, জৌতা, শাবুপুরা, ঝিলনা, কাছিপাড়া, গলাচিপা উপজেলার ডাউকা, দশমিনা উপজেলার একটি গ্রাম ও কলাপাড়া উপজেলার ছয়টি গ্রামসহ বেশ কিছু এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রতি বছর এই গ্রামের মানুষগুলো একদিন আগে রোজা রাখেন এবং একদিন আগে ঈদুল ফিতর উদযাপন করেন।

স্থানীয় বাসিন্দা মিজানুর জানান, ঈদের নামাজ আদায় করার পর অন্যরকম ভালো লাগছে। আমাদের বাপ, চাচারা এভাবেই সৌদি আরবের সাথে মিল রেখে রোজা শুরু ও ঈদুল ফিতর পালন করে, আমরাও সেভাবেই পালন করি।
বদরপুর দরবার শরীফ জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল গনি জানান, প্রতিবারের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। নামাজ শেষে মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...