আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

 তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:  বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি, গাইবান্ধা জেলা কমিটির পক্ষ থেকে সদস্য সাংবাদিকদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে।

আজ ২৪ মে সকালে গাইবান্ধা শহরের ডিবি রোডস্থ ফকিরপাড়ায় সংগঠনের জেলা কার্যালয়ে নিজস্ব অর্থায়নে ঈদ উপহার হিসেবে সেমাই চিনির প্যাকেজ বিতরণ করা হয়েছে।

বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক বাংলার ডাক পত্রিকার সাব এডিটর মোনায়েম হোসেন মন্ডল।

তিনি বলেন, করোনা পরিস্থিতির এই দুর্যোগ মুহূর্তে বিভিন্ন পেশার মানুষের মধ্যে সাংবাদিকরাই বেশি বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই এই উপহার কোন ক্রমেই উপযুক্ত নয় বা হতে পারে না, তার পরেও বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি তার সদস্যদের মাঝে যৎ সামান্য উপহার প্রদান করছে।  গাইবান্ধার মত ছোট্ট একটি দরিদ্র পীড়িত জেলা শহরে ঐক্যবদ্ধ হয়ে রয়েছেন, আপনারা সংগঠনটি ধরে থাকেন, আগামীতে আমাদের এই প্রচেষ্টা বৃহৎ থেকে বৃহত্তর আকারে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক ও গাইবান্ধা জেলা কমিটির সভাপতি, মানবাধিকার কর্মী, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ রুপম মিয়া। অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির গাইবান্ধা জেলা কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি সফিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের গণ আওয়াজ পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি সাজাহান সিরাজ, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি সালাম আশেকী, সহ সাধারণ সম্পাদক ও দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার প্রতিনিধি আব্দুল আহাদ শামীম, দপ্তর সম্পাদক ও দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার প্রতিনিধি লেভিন প্রধান, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং দৈনিক জনসংকেত পত্রিকার স্টাফ রিপোর্টার শাহিন মিয়া, যুব ও ক্রীড়া সম্পাদক এবং দৈনিক অর্থনীতি পত্রিকার প্রতিনিধি লিটন মিয়া লাকু, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক এবং দৈনিক প্রভাত পত্রিকার প্রতিনিধি এস এন বিপ্লব, দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি গোলজার রহমান, দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার প্রতিনিধি শামীম সরদার, নারী নেত্রী মাজেদা খাতুন কল্পনা, সাজেদা পারভীন রুনু, প্রফেসর নাজমা আক্তার, আরিফা জেসমিন শিল্পী প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...