
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীতে যাত্রী বোঝাই নৌকাডুবির ঘটনায় এক শিশুসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ১৫ যাত্রী।
মঙ্গলবার (২৬ মে) দুপুর দেড়টার দিকে যমুনা নদীর স্থলচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃতদের মধ্যে একজন শিশু একজন বৃদ্ধা রয়েছেন।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মাসুদ পারভেজ জানান, এনায়েতপুর থেকে প্রায় ৭০ জন যাত্রী নিয়ে নৌকাটি চৌহালীর দিকে যাচ্ছিল। নৌকাটি স্থলচর এলাকায় পৌঁছালে ঝড়ো বাতাসের কবলে পড়ে ডুবে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক বৃদ্ধা ও শিশুর মরদেহ উদ্ধার করে। এছাড়াও জীবিত অবস্থায় আরও ৫৪ জন যাত্রীকে উদ্ধার করা হয়। এ দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১৫ জন যাত্রী। যাত্রীদের মধ্যে অধিকাংশই ধানকাটা শ্রমিক।
ওসি আরও বলেন, নিখোঁজ যাত্রীদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা অভিযান চালাচ্ছে।
শাহজাদপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মঞ্জুরুল আলম বলেন, আমরা উদ্ধার অভিযান শুরু করেছি। এছাড়াও উদ্ধার অভিযান অংশ নিতে রাজশাহী থেকে ডুবুরি দল আনা হচ্ছে।