আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

করোনায় মৃত্যুর রেকর্ড কক্সবাজারে

কক্সবাজার প্রতিনিধি: পর্যটন শহর কক্সবাজারে করোনায় নতুন মৃত্যুর রেকর্ড করেছে। আজ সোমবার একদিনে কক্সবাজারে মারা গেছে ৪ জন। করোনায় মারাযাওয়া ৪ জনই কক্সবাজার শহরের বাসিন্দার।
কক্সবাজারে আজ করোনায় মারা যাওয়া চার জনের একজন শহরের টেকপাড়া এলাকার অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী। তিনি ও তার চিকীৎসক পুত্র ও চিকীৎসক পুত্রবধু করোনায় আক্রান্ত হয়েছিলেন গত ১৫ মে। তারা ৩ জনকেই তাকে কক্সবাজার থেকে চট্টগ্রেম জেনারেল হাসপাতালে চিকীৎসাধীন ছিলেন। আজ সকালে ঐ অবসরপ্রাপ্ত কর্মচারী চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মারাযান।
করোনায় মারা যাওয়া অন্য ৩ জন হলেন শহরের বিমানবন্দর এলাকার একজন পরিচিত মৎস ব্যবসায়ী। তার বয়স ৫৫ বছর তিনি কক্সবাজার মৎস অবতরন কেন্দ্রের শীর্ষ মৎস ব্যাবসায়ী ছিলেন।
করোনায় মারা যাওয়া আরেকজন শহরের পেশকারপাড়ার ৫৫ বয়স্ক পুরুশ ও অন্যজন শজরের ৫ নং ওয়ার্ড এসএম পাড়ার ৬০ বছরের নারী।
কক্সবাজার সদর হাসপাতলের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহিন আব্দুর রহমান ও কক্সবাজার সিভিল সার্জন অফিস ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
এ নিয়ে কক্সবাজার জেলায় করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭ জনই কক্সবাজার শহরের বাসিন্দার। একজন রামু উপজেলার এবং একজন চকরিয়া উপজেলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...