আজ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই জুন, ২০২৩ ইং

পলাশবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

পলাশবাড়ি প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চেংটু মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) সকালে পলাশবাড়ী পৌরশহরের গিরিধারীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

চেংটু মিয়া সদরের বাড়াইপাড়া গ্রামের তমিজ উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান, গিরিধারীপুর গ্রামে জনৈক সাইফুলের জমিতে ধান কাটতে নামেন চেংটু মিয়া সহ ছয়জন কৃষক। পল্লী বিদ্যুতের লাইনের নিচের ওই জমির পানি বাতাসে ভেঙে পড়া গাছের ডালের সঙ্গে লেগে বিদ্যুতায়িত হয়েছিল । এ সময় পাঁচজন কৃষক জমি থেকে উঠে আসতে সক্ষম হলেও ঘটনাস্থলেই মারা যান চেংটু মিয়া

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকার মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...