
সিলেট প্রতিনিধি: করোনা আক্রান্ত হয়ে দেশের প্রথম ব্রাদার (পুরুষ নার্স) রুহুল আমিন সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
শুক্রবার রাত সাড়ে ১২ টায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র।
এক সন্তানের জনক এ ৪৬ বছর বয়সী এ নার্স দীর্ঘদিন থেকে হার্ট, লিভার ডায়াবেটিস রোগে ভুগছিলেন। গত ২১ মে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। ২২ মে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। রাতে তিনি মারা যান।
এছাড়া সিলেটে প্রথমবারের মতো র্যাবের (Rab) ১৩ সদস্যের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় সিলেট ও সুনামগঞ্জে ৪৮ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩১ জনের রিপোর্ট পজিটিভ আসে।
এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় ১৭টি পজেটিভ এসেছে। নতুন শনাক্ত হওয়া এ ১৭ জনই সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার।