আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

গোবিন্দগঞ্জে ইউ’পি চেয়ারম্যানকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলণ

গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান এসোসিয়শনের সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জকে জড়িয়ে ইন্ডিপেন্ডেট টিভি সহ বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায় উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের আয়োজনে গত ৩০ মে উপজেলার কুঠিবাড়ীতে এক সংবাদ সম্মেলণে অনুষ্ঠিত হয়।এতে লিখিত বক্তব্য রাখেন ইউ’পি চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জ। তিনি বলেন,২০১১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ডি প্রার্থী আবু হানিফ ১৪৫ ভোট পেয়ে পরাজিত হওয়ায় সে ঈর্শ্বানিত হয়ে সাংবাদিকদের মিথ্যা, ভুল তথ্য দিয়ে অসৎ উদ্দেশ্যে নিজেদের ফায়দা হাসিলের জন্য কিছু ব্যক্তির মাধ্যমে মানহানিকর সংবাদ গত ২৯ মে ইন্ডিপেনডেন্ট টিভি সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করে নেয়। বিষয়টি তার দৃষ্টি গোচরে আসলে সংবাদ সম্মেলণের মাধ্যমে এই মিথ্যা, মানহানিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন। তিনি আরো বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে ফেইজবুকে এ ধরণের মিথ্যা বানোয়াট সংবাদ, গুজব সৃষ্টির মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরি ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্নকারীদের আইনের আওতায় নিয়ে আসতে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি কামনা করেন। উক্ত সংবাদ সম্মেলণে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি সৈয়দ শরিফুল ইসলাম রতন,উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পদক শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি সেকেন্দার আলী মন্ডল, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডল, কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, রাখালবুরুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদত হোসেন, নাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান,সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুল,মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল আমিন শিমুল,শালমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আইয়ুব আলী প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...