আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ ইং

গাইবান্ধায় হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, নতুন ১১ জনসহ ৩ দিনে আক্রান্ত ২২

বিশেষ প্রতিনিধি: গাইবান্ধায় হু হু করে বাড়ছে করোনা আক্রান্ত রোগী’র সংখ্যা। শুধু গত এক সপ্তাহের ব্যবধানে (শুক্রবার থেকে,২২ মে) জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ২৯ জন!

গাইবান্ধায় গত ২৬ মার্চ প্রথম কোন ব্যক্তি করোনা আক্রান্ত হওয়ার মধ্যে দিয়ে শুরু হয় করোনা সংক্রমণ। সেই থেকে ২১ মে পর্যন্ত ৫৫ দিনে করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা ছিল ২৬ জন। আর শুধুমাত্র ২২ মে থেকে ৩০ মে পর্যন্ত ৮ দিনে এই করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন ২৯ জন!

সংক্রমণের গতি বাড়লো যেভাবে, গত শুক্রবার ( ২২মে) একদিনেই নতুন করে ৩ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া যায়। তাদের মধ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ ও গোবিন্দগঞ্জে ২ জন মৃত ব্যক্তির দেহ থেকে সংগৃহিত নমুনা পরীক্ষার পর করোনা ভাইরাস পাওয়া যায়। বাকী ১ জন গোবিন্দগঞ্জের বাসিন্দা।

ঠিক এর একদিন পর গত শনিবার (২৩ মে) একদিনে ৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। এদের মধ্যে গাইবান্ধা সদর উপজেলায় ২ জন, গোবিন্দগঞ্জে ১ জন এবং বাকী ১ জন সাদুল্লাপুরের বাসিন্দা।

মাঝে তিনদিন কেউ করোনায় ( কেভিড-১৯) আক্রান্ত হননি। কিন্তু পরের ৩ দিনেই আক্রান্ত হন ২২ জন। গত বুধবার (২৭ মে) জেলায় আরও ৪ জন করোনা শনাক্ত হন। তাদের মধ্যে গাইবান্ধা সদর উপজেলায় ১ জন এবং বাকী ৩ জন সাদুল্লাপুরের বাসিন্দা।

গতকাল শুক্রবার জেলায় একদিনে সর্বোচ্চ রেকর্ড ৭ জন করোনা সনাক্তে নমুনা পরীক্ষার ফলাফলে পজিটিভ হন। তাদের মধ্যে গাইবান্ধা সদর উপজেলায় ১ জন এবং বাকী ৬ জন গোবিন্দগঞ্জের বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়ায় ৪৪ জন।

সবশেষ গতকাল শনিবার (৩০ মে) জেলায় নতুন করে আরও ১১ জন করোনা আক্রান্তের মধ্যে দিয়ে নতুন সর্বোচ্চের রেকর্ড হয়েছে। নতুন করে আক্রান্ত ১১ জন এর মধ্যে গাইবান্ধা সদরে ২ জন, পলাশবাড়ীতে ১ জন এবং গোবিন্দগঞ্জ উপজেলায় শনাক্ত হয়েছেন ৮ জন। শনিবার (৩০ মে) পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৫ জনে। ৩০ মে শনিবার এই তথ্য নিশ্চিত করেন গাইবান্ধা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ।

গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ের করোনায় সংক্রান্ত কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, নতুন আক্রান্ত ১১ জনের মধ্যে ২জন গাইবান্ধা সদর উপজেলার বাসিন্দা, ১জন পলাশবাড়ী উপজেলার বাসিন্দা এবং ৮ জন গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা।
এ নিয়ে গাইবান্ধা জেলায়- সদরে মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০জন, ফুলছড়িতে ১জন, সাঘাটায় ৩ জন, পলাশবাড়ীতে ৫জন, সুন্দরগঞ্জে ৩ জন, সাদুল্যাপুরে ০৭জন এবং সবচেয়ে বেশি গোবিন্দগঞ্জে ২৮জন।

এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ৫৫ জনের মধ্যে ০৩ জন মারা গেছেন, ২২ জন ব্যক্তি সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন এবং বাকী ৩০ জন চিকিৎসাধীন রয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...