আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

করোনায় মুক্তিযোদ্ধার মৃত্যূ

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে করোনা যুদ্ধে আরো এক মুক্তিযোদ্ধার প্রাণ গেলো।

রবিবার (৩১মে)সকাল সাড়ে ৮টার সময় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কমলেশ চক্রবর্তী ভানু (৬৫)।

তিনি ফরিদপুর সদর উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ছিলেন, এছাড়াও উপজেলা পূর্জা উদযাপন কমিটির সভাপতি ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তানসহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন।

ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল ফয়েজ শাজ নেওয়াজ জানান, প্রয়াত এই মুক্তিযোদ্ধা মরদেহ স্বাস্থ্য বিধি মেনে রাষ্ট্রিয় মর্যাদায় অম্বিকাপুর শ্মশানে দাহ করা হবে।

ফরিদপুর মেডিকেল কলেজের সহকারি পরিচালক মোস্তাফিজুর রহমান বুলু জানান, সকাল সাড়ে ৮টার সময় আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি হৃদরোগেক্রীয়া বন্ধ হয়ে মারা যান।

তিনি জানান, তার পরিবারের সাত সদস্য করোনায় আক্রান্ত ছিলেন।

মুক্তিযোদ্ধা কমলেশ চক্রবর্তীর মৃত্যুতে ফরিদপুর সদর আসনের এমপি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, জেলা পূর্জা উদযাপন কমিটি গভীর শোক প্রকাশ করেছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...