আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

করোনায় আক্রান্ত হয়ে সিরাজগঞ্জে বৃদ্ধের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: করোনায় ভাইরাসে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে আব্দুল মতিন মল্লিক (৭৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

তিনি বেলকুচি উপজেলার তামাই গ্রামের
আব্দুল আজিজের ছেলে।

আজ মঙ্গলবার ভোর রাতে সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনুস আলী মেডেকেল
কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।।

গতকাল দুপুরে উপজেলা প্রশাসন থেকে ওই বৃদ্ধের বাড়ি লকডাউন করা হয়।

এর আগে তিনি জ্বর, শ্বাকষ্ট নিয়ে গত ২৮ মে খাজা ইউনুস আলী মেডেকেল কলেজহাসপাতালে ভর্তি হন। সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে।
গতকাল সোমবার তার পজেটিভ রিপোর্ট আসে। আজ ভোর রাতে তিনি মারা যায়।

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ জাহিদুল ইসলাম জানান, এনায়েতপুরের খাজাঁ ইউনুস আলী (র:) মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ওই বৃদ্ধের মৃত্যুর

বিষয়টি মঙ্গলবার সকালে আমাকে নিশ্চিত করেছেন। শ্বাসকষ্ট, হাইপার টেনশন ও ডায়বেটিকসহ অন্যান্য শারীরিক সমস্যা ছিল বৃদ্ধার। ঈদের পর পরই তাকে
হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়ভাবে আক্রান্ত হয়ে তিনি করোনা রোগের জীবানু বহন করছিলেন বলে জানা গেছে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বৃদ্ধ আব্দুল মতিন মল্লিকের করোনা পজেটিভ রিপোর্ট আসার পর গতকাল দুপুরে উপজেলা প্রশাসন থেকে ওই বৃদ্ধার বাড়িতে লাল পতাকা উড়িয়ে লকডাউন করা হয়।যথাযথ সরকারী নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে বাদ যহর নিজ গ্রামে তাকে দাফন করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...