
সাদুল্যাপুর প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের গোবিন্দরায় দেবত্তর গ্রামে আবুল কালাম আজাদ নামের এক ব্যাক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আবুল কালাম আজাদ ঐ ইউনিয়নের মহিপুর উত্তর পাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে বলে জানা গেছে । এলাকাবাসী সুত্রে জানা যায়, সে পলাশবাড়ী দুর্গাপুর গ্রমে একটি মসজিদের পেশ ইমাম হিসেবে কর্মরত ছিল। গতকাল জুম্মার নামাজ পড়াতে বাড়ি থেকে বের হয়ে গিয়ে আর ফিরে আসেনি,আজ ভোরে পার্শ্ববর্তী গ্রাম গোবিন্দরায় দেবত্তরে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখাতে পেয়ে এলাকা বাসী পুলিশকে জানালে পুলিশ এসে লাশটি উদ্ধার করে । সাদুল্যাপুর থানার অফিসার ইনর্চাজ মাসুদ রানা জানান আমরা লাশটি ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠাবো এবং ময়না তদন্তের রির্পোট আসার পর জানাযাবে এটা হত্য না আত্নহত্য।