
নিজস্ব প্রতিনিধি : অধিকার আদায়ে আমরা সবাই এক সাথে এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঔষুধ কোম্পানীর প্রতিনিধীদের চাকুরীর সুনিদৃষ্ট নীতিমালা সহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যসোশিয়েশন (ফারিয়া) গাইবান্ধা জেলা শাখা।
আজ সকালে গাইবান্ধা শহরের ১ নং ট্রাফিক মোড়ে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা চাকুরীর সুনিদৃষ্ট নীতিমালা সহ তাদের ৫ দফা দাবি মেনে নেয়ার জন্য সরকার সহ সংশ্লিষ্ট সকলের কাছে দাবী জানান। অন্যথায় তারা আগামীতে আরো বৃহৎ আন্দোলনের ঘোষনা দিবেন।
এর আগে বিভিন্ন উপজেলা থেকে আগত ফারিয়ার সদস্যদের নিয়ে আধুনিক সদর হাসপাতাল থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে তারা ১ নং ট্রাফিক মোড়ে মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রিয় ফারিয়ার উপদেষ্টা ফুয়াদ আরমান ,রবিউল ইসলাম,শাহাদৎ হোসেন সাগর, ফারিয়ার ভারপ্রাপ্ত সভাপতি রোকনুজ্জামান, সাধারন সম্পাদক ফিরোজ কবির সহ বিভিন্ন উপজেলা থেকে আগত ফারিয়ার সদস্যরা।