নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপি আলোচিত গাইবান্ধার স্কুল ছাত্রী তৃষা হত্যার দায়ে যাবজীবন সাজাপ্রাপ্ত আসামী মেহেদী হাসান মর্ডান কতৃক পুনরায় ৬ষ্ট শ্রেণীর এক স্কুল ছাত্রী ধর্ষনের প্রতিবাদে ও ধর্ষক মর্ডানের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্টিত হয়েছে। আজ দুপুরে সচেতন এলাকাবাসীর উদ্দোগে শহরের রেলগেট এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, নারী মুক্তি ক্রেন্দ্রের জেলা সাধারন সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পি, সাংবাদিক আফরুজা লুনা, এ্যাড তৌফিকুল ইসলাম লিওন, কাজী আবু রায়হান শফিউল্লাহ সহ ধর্ষনের শিকার স্কুল ছাত্রীর পরিবারের সদস্যরা।
মানববন্ধনে বিচারহীনতার কারনে এ ধরনের ঘটনা বার বার ঘটছে দাবী করে। ধর্ষক মর্ডানের সর্বোচ্চ শাস্তিসহ তার মদদ দাতাদের খুজে বের করার দাবি জানানো হয়।