আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

১২ সাংবাদিকসহ মানবাধিকারকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

পলাশবাড়ী প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবীর লাগামহীন দূর্ণীতির সংবাদ প্রকাশের জেরে রংপুর আদালতে যমুনা টিভি ও কালের কন্ঠসহ ১২ সাংবাদিকসহ মানবাধিকারকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মিথ্যা হয়রানিমূলক মামলা দায়েরের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

পলাশবাড়ীর সাংবাদিক সমাজের উদ্যোগে আজ শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলায় বিভিন্ন স্তরে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহনে ঘন্টাব্যাপি বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পলাশবাড়ী পৌরসভার জিরো পয়েন্ট চৌমাথা মোড়ে অনুষ্ঠিত হয়।
এ সময় দূর্ণীতিবাজ পিআইও’র নানামুখি দূর্ণীতির বিভিন্ন ফিরিস্তি তুলে ধরে এবং দায়েরকৃত মামলা প্রত্যাহার সহ তার দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।
সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাংবাদিক সম্পাদক সিরাজ্লু ইসলাম রতন সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউট সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মহাসচিব নুরুজ্জামান প্রধান, সাংবাদিক মন্জুর কাদির মুকুল, আমিরুল ইসলাম কবির, আসাদুজ্জামান রুবেল, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, একই সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সুরুজ হক লিটন, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির সুমন, উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সভাপতি নির্মল মিত্র, স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক শাজাহান শেখ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সদস্য সচিব আশরাফুল ইসলাম তিতাস, তাঁতী লীগ সভাপতি আকতারুজ্জামান তিতু, যুবলীগ নেতা গণেশ চন্দ্র ও ছাত্রলীগ নেতা মোস্তাকিম সরকার বাবলা ছাড়াও সমাবেশে সাংবাদিকবৃন্দসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...