আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

কুদ্দুস আলমের গ্রামীণ মানুষের জীবন একক চিত্র প্রদর্শনী

 নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবস উপলক্ষে ঢাকার ধানমন্ডিতে আমেরিকান ইএমকে সেন্টার ১৭ অক্টোবর থেকে ১১দিনব্যাপী খ্যাতিমান ফটো সাংবাদিক কুদ্দুস আলমের একক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনী চলবে ২৭ অক্টোবর পর্যন্ত। ইএমকে সেন্টারে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য এই প্রদর্শনী খোলা থাকবে। এতে গ্রামীণ খেটে খাওয়া মানুষের ৩০টি আলোকচিত্র প্রদর্শিত হবে।
আগামীকাল ২০ অক্টোবর রোববার সকাল ১১টায় ইএমকে সেন্টারের হল রুমে আনুষ্ঠিানিক ভাবে এর  উদ্ধোধন হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইএমকে সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের এমবিএ প্রোগ্রামের পরিচালক মো. আসিফ উদ্দিন আহমেদ।
উল্লেখ্য সম্প্রতি ভারতের জয়পুরে ৭দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীতে কুদ্দুস আলমের ছবি প্রদর্শিত হয়েছে। তিনি জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে আলোকচিত্র সাংবাদিকতা এবং ফটো প্রতিযোগিতায় বহু পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...