আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

মৌসুমি কে কেউ হুমকি দেয় নি – মিশা সওদাগর

কে, কাকে হুমকি দিচ্ছে? এটা  জায়েদকে (জায়েদ খান) ফোন দিলে জানতে পারবেন। জায়েদকে কারা ফোন দিয়েছে, তার পক্ষ হয়ে। জানি না মিথ্যাও হতে পারে। জায়েদকে দেশের বাইরে থেকে ফোন দেওয়া হয়েছে। ডিপজল ভাইয়ের কাছেও সেই নম্বরটা আছে। আসলে, এগুলো বলতে চাই না। আমাদের যে নির্বাচন কমিশন আছেন তার কথা মতো আমরা কাজ করে যাচ্ছি। তার (মৌসুমী) সমর্থকদের বাধা বা হুমকি দেওয়ার প্রশ্নই আসে না। তাছাড়া আপোরা দেখবেন, এফডিসিতে আমাদের প্যানেলের থেকে তার পোস্টার অনেক বেশি। এর আগেও মৌসুমী অনেক অভিযোগ করেছে। কিন্তু মৌসুমী এর কোনো প্রমাণ দিতে পারেনি। মৌসুমী প্রথম বলেছিল, নির্বাচনে আমাকে নামিয়ে সবাই চলে গেছে। তাদের কোনো একটি মহল নির্বাচন করতে নিষেধ করেছে। কিন্তু পরবর্তীতে রিয়াজ, ফেরদৌস, পপি, পূর্ণিমা, সাইমন সহ সবাই আলাদা আলাদা ভাবে কথা বলেছেন। কেউ বলেছেন, আমি ব্যস্ত আছি। কেউ বলেছেন, আমার শুটিং আছে। তাদের কোনো ‘অদৃশ্য শক্তি’ চাপ দেয়নি, এটা সব শিল্পীরা স্বীকারও করেছেন। মৌসুমীর কথাগুলো কি ভিত্তিহীন হলো না। মৌসুমীর এবারের অভিযোগটিও ভিত্তিহীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...