আজ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৪ ইং

সরকার করোনা টেস্টের ফি ২শ’ টাকা নির্ধারণ করলো

ডেক্স নিউজ : এত দিন বিনামূল্যে মহামারি করোনা ভাইরাসজনিত রোগের পরীক্ষা করা হলেও এবার পরীক্ষার (টেস্ট) ফি সর্বনিম্ন দুইশ’ টাকা নির্ধারণ করেছে সরকার। আজ সোমবার (২৯ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়েল স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশে সোমবার সকাল পর্যন্ত ১ লাখ ৩৭ হাজার ৭৮৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৭৩৮ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৫৫ হাজার ৭২৭ জন। বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কোটিরও বেশি মানুষ। এছাড়া করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে পাঁচ লাখ।

ওয়ার্ল্ডো মিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি দুই লাখ ৪৩ হাজার ৮৫৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৬৩ হাজার ৬৩৪ জন। এছাড়া বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ৪ হাজার ৪১০ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩১৮৪ জন। এছাড়া করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৫৫ লাখ ৫৩ হাজার ৪৯৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...